রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বর্তমান সংবিধানকে সময়োপযোগী নয় বলে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি প্রস্তাব করেছেন, মহানবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির শাস্তি সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে: সংবিধান সংস্কার প্রস্তাব’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, “যদি আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম হয়, তাহলে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির শাস্তি সংবিধানে থাকা উচিত। যে দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান, সে দেশের সংবিধানে মহানবী (সা.) সম্পর্কে কোনো বিধান থাকবে না—এটা মেনে নেওয়া কঠিন। জাতির জনক সম্পর্কে মন্তব্য করলে যেখানে ৫ থেকে ১০ বছরের শাস্তি হয়, সেখানে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির শাস্তি থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “এই প্রস্তাব কোনো ধর্মের প্রতি অসম্মানজনক নয় বরং রাষ্ট্রধর্ম ইসলাম হলেও অন্যান্য ধর্ম পালনে সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে।”
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আদলে ইসলামিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাবও দেন পার্থ। তিনি বলেন, “যারা ইসলামিক আইন দ্বারা তাদের সমস্যা সমাধান করতে চান, তাদের জন্য এ ধরনের আদালত প্রতিষ্ঠা করা যেতে পারে।”
বর্তমান সংবিধানকে ফ্যাসিস্ট কার্যকলাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, “গত কয়েক দশকে সরকারগুলো এই সংবিধান ব্যবহার করে জনগণের অধিকার হরণ করেছে। এটি এখন আর সময়োপযোগী নয়, তাই সংবিধান সংস্কার জরুরি।”
পার্থ আরও উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিচারক নিয়োগে জুডিশিয়াল কমিশন, এবং সংসদ সদস্যদের অধিকার ও দায়িত্ব নিয়ে সংবিধানে সুনির্দিষ্ট বিধান থাকা উচিত। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বাংলাদেশে অত্যন্ত প্রয়োজনীয়।”
আন্দালিভ রহমান পার্থ বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে বিধান থাকা উচিত। জার্মানিতে যেমন ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করা হয়েছে, তেমনই আমাদের দেশে এটি করা উচিত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেপি মহাসচিব আবদুল মতিন সাউদ। আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন প্রকাশ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, যুব সংহতির আহ্বায়ক হারুন-অর-রশিদ এবং জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম।