রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ডিএমপির সাবেক ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের: স্বরাষ্ট্র উপদেষ্টা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ আরও ঊর্ধ্বমুখী ১০ জন সাংবাদিকসহ মোট ১১ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ:বিএফআইইউ ভারতে মসজিদের জায়গায় মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু: গেল ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি আ.লীগ কর্মীকে গ্রেপ্তারের বিরুদ্ধে অবস্থান নিলেন রিজভী ভোটারদের কেন্দ্রে আনাই প্রধান চ্যালেঞ্জ: সিইসি নাসির উদ্দীন
ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ করা হবে।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চতুর্থ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিএমপির ট্রাফিক নিয়ন্ত্রণে বর্তমানে ৭০০ শিক্ষার্থী কাজ করছে। তেমনি, অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গঠন করার চিন্তা-ভাবনা চলছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে প্রায় ৫০০ জনকে এ কাজে নিয়োগ দেওয়া হতে পারে এবং এই ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হবে।

এছাড়া, ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এটি উচ্চ আদালতের এখতিয়ারাধীন। আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ভুয়া ও মিথ্যা মামলা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা মিথ্যা মামলায় আসামি হয়েছেন, তাদের হয়রানির শিকার না হওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে।

সভার শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিশ্ব ইজতেমার নিরাপত্তা, বিজয় দিবস উদযাপন, অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা, মাদকের অপব্যবহার রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সূত্র: বাসস

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com