রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
রিকশাচালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ভিডিও ভাইরাল! ডিএমপির সাবেক ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের: স্বরাষ্ট্র উপদেষ্টা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ আরও ঊর্ধ্বমুখী ১০ জন সাংবাদিকসহ মোট ১১ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ:বিএফআইইউ ভারতে মসজিদের জায়গায় মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু: গেল ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি আ.লীগ কর্মীকে গ্রেপ্তারের বিরুদ্ধে অবস্থান নিলেন রিজভী
ডিএমপির সাবেক ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

ডিএমপির সাবেক ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বরখাস্ত ও রদবদলের ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান এবং ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়: মশিউর রহমান: ডিবির সাবেক ডিসি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মশিউর রহমানকে ২০ সেপ্টেম্বর নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

জুয়েল রানা: ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের সাবেক এডিসি (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জুয়েল রানাকে ১৮ অক্টোবর নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে একই আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

গত ৬ নভেম্বর, অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯ জন সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এর আগে ২২ সেপ্টেম্বর, উপপুলিশ মহাপরিদর্শকসহ ছয় কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।
আগস্ট মাসে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারসহ আরও কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।
পুলিশ বাহিনীর এই রদবদল এবং বরখাস্তের ঘটনাগুলো আইনশৃঙ্খলা রক্ষায় শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com