রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

ভোটারদের কেন্দ্রে আনাই প্রধান চ্যালেঞ্জ: সিইসি নাসির উদ্দীন

ভোটারদের কেন্দ্রে আনাই প্রধান চ্যালেঞ্জ: সিইসি নাসির উদ্দীন

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক: 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “ভোটের প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে তাদের ভোটকেন্দ্রে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা অঙ্গীকার করছি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের।”

রবিবার শপথ নেওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, “আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। গায়ের জোরে কোনো নির্বাচন হবে না। বর্তমান সরকার নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করবে না।”

সিইসি আরও বলেন, “আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং জাতির যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে প্রয়োজনীয় সবকিছুই করব। অতীতের ভুল পরিহার করার চেষ্টা করব। ভুল হলে তা ধরিয়ে দেওয়া হবে, আর ভালো কাজগুলো জাতির সামনে তুলে ধরা হবে।”

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে নাসির উদ্দীন বলেন, “টেলিভিশনের স্ক্রল দেখে আমি জানতে পেরেছি যে আমি সিইসি হিসেবে নিয়োগ পেয়েছি। এ নিয়োগ কোনো রাজনৈতিক দলের পছন্দ অনুযায়ী হয়নি।”

এর আগে, আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি এ এম এম নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সিইসি তার দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা পুনঃস্থাপন করার আশা প্রকাশ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com