রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ডিএমপির সাবেক ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের: স্বরাষ্ট্র উপদেষ্টা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ আরও ঊর্ধ্বমুখী ১০ জন সাংবাদিকসহ মোট ১১ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ:বিএফআইইউ ভারতে মসজিদের জায়গায় মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু: গেল ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি আ.লীগ কর্মীকে গ্রেপ্তারের বিরুদ্ধে অবস্থান নিলেন রিজভী ভোটারদের কেন্দ্রে আনাই প্রধান চ্যালেঞ্জ: সিইসি নাসির উদ্দীন
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু: গেল ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু: গেল ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এ সময়ে আরও ১,০৭৯ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রোববার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মৃতদের মধ্যে ৯ জন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা—উত্তর সিটির ৫ জন এবং দক্ষিণ সিটির ৪ জন। খুলনা বিভাগের ২ জনও ডেঙ্গুতে মারা গেছেন।

মৃতদের মধ্যে ৯ জন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা—উত্তর সিটির ৫ জন এবং দক্ষিণ সিটির ৪ জন। খুলনা বিভাগের ২ জনও ডেঙ্গুতে মারা গেছেন।

ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৭২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১২১ জন, বরিশাল বিভাগ: ৯৭ জন, চট্টগ্রাম বিভাগ: ১৩৩ জন, খুলনা বিভাগ: ১৪৩ জন, রাজশাহী বিভাগ: ৫৮ জন, ময়মনসিংহ বিভাগ: ৩৫ জন, রংপুর বিভাগ: ১৭ জন, সিলেট বিভাগ: ৯ জন।

গত এক দিনে ১,২৩০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ৮২,৬১২ জন রোগী সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬,৭৯১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের।

২০২৩ সালে ডেঙ্গুতে ভয়াবহ রূপ দেখা যায়, যেখানে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়। চলতি বছরের পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং দ্রুত চিকিৎসার ওপর জোর দিচ্ছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com