রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
রিকশাচালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ভিডিও ভাইরাল! ডিএমপির সাবেক ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের: স্বরাষ্ট্র উপদেষ্টা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ আরও ঊর্ধ্বমুখী ১০ জন সাংবাদিকসহ মোট ১১ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ:বিএফআইইউ ভারতে মসজিদের জায়গায় মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু: গেল ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি আ.লীগ কর্মীকে গ্রেপ্তারের বিরুদ্ধে অবস্থান নিলেন রিজভী
প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে বিক্ষোভকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর একদল লোক প্রথম আলো অফিসে ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বর্তমানে পুলিশ প্রথম আলো অফিসের সামনে সতর্ক অবস্থান নিয়েছে। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি ওই এলাকায় সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, “সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটি সমস্যা হয়েছিল। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতি (২১ নভেম্বর) ও শুক্রবার (২২ নভেম্বর), প্রথম আলো ও ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একটি দল। বিক্ষোভকারীরা “বাংলাদেশের জনগণ” ব্যানারে ডেইলি স্টার ভবনের সামনে জুমার নামাজও আদায় করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com