রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
রিকশাচালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ভিডিও ভাইরাল! ডিএমপির সাবেক ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের: স্বরাষ্ট্র উপদেষ্টা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ আরও ঊর্ধ্বমুখী ১০ জন সাংবাদিকসহ মোট ১১ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ:বিএফআইইউ ভারতে মসজিদের জায়গায় মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু: গেল ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি আ.লীগ কর্মীকে গ্রেপ্তারের বিরুদ্ধে অবস্থান নিলেন রিজভী
রিকশাচালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ভিডিও ভাইরাল!

রিকশাচালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ভিডিও ভাইরাল!

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি আদায়ে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করছেন রিকশাচালকরা। তবে, এই আন্দোলনে ছদ্মবেশে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী ও শ্রমিক লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার আন্দোলনের সময় রিকশাচালকদের সঙ্গে পরিচয় গোপন করে ছদ্মবেশে অংশ নেওয়া দুজন গণমাধ্যমকর্মীদের কাছে হাতেনাতে ধরা পড়েন। এদের একজন খিলক্ষেত ৪৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল খাঁন।

ভিডিওতে দেখা যায়, আশরাফুল নিজেকে শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে বলেন, “আমরা শিক্ষিত হয়েও রিকশা চালাই। লজ্জায় বলতে পারি না।” তবে গণমাধ্যমকর্মীদের চাপাচাপিতে তিনি মাস্ক খুলে নিজের পরিচয় দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুলের গ্রামের বাড়ি শেরপুরের গজনীতে। তিনি খিলক্ষেতের পাতিরা পশ্চিম পাড়ায় থাকেন এবং আমিরজান কলেজের ছাত্র ছিলেন।

রিকশাচালকদের আন্দোলনে শ্রমিক লীগের নেতাকর্মীদেরও অংশ নিতে দেখা গেছে। মাস্ক পরে তারা চেহারা আড়াল করার চেষ্টা করেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

এক সাংবাদিক জানান, “রিকশাচালকদের চেহারা দেখে সন্দেহ হয়েছিল। পরিচয় জানতে চাইলে তারা এড়িয়ে যেতে চেষ্টা করেন। মাস্ক খুলতে বললেও কেউ রাজি হননি।”

ছাত্রলীগ নেতার ছদ্মবেশ ও ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এমন কৌশল নেওয়া হচ্ছে কিনা।

এই ঘটনা রিকশাচালকদের দাবির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও দলীয় সম্পৃক্ততার বিষয়টি সামনে এনেছে। তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

 

 

 

 

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com