রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনাম :
ডিএমপির সাবেক ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের: স্বরাষ্ট্র উপদেষ্টা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ আরও ঊর্ধ্বমুখী ১০ জন সাংবাদিকসহ মোট ১১ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ:বিএফআইইউ ভারতে মসজিদের জায়গায় মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু: গেল ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি আ.লীগ কর্মীকে গ্রেপ্তারের বিরুদ্ধে অবস্থান নিলেন রিজভী ভোটারদের কেন্দ্রে আনাই প্রধান চ্যালেঞ্জ: সিইসি নাসির উদ্দীন
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

নেত্রকোণার আলো ডটকমম ডেস্ক:

স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে থাকা দফতর বা সংস্থায় কর্মরত চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশে সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালায় অংশ নিতে পারবেন না।

রবিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নীতিমালায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা অফিস আদেশে এই নীতিমালা প্রকাশ করা হয়। আগামী ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

নীতিমালায় বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে দফতর বা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক অংশগ্রহণের ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করতে হবে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, কোনও চিকিৎসক বছরে (সর্বশেষ ১২ মাস) সর্বোচ্চ দুইবার বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালায় অংশ নিতে পারবেন। এছাড়া, চিকিৎসকরা শুধুমাত্র সেই বিষয়ে আমন্ত্রণ পেতে পারবেন, যেখানে তারা অভিজ্ঞ বা দায়িত্ব পালন করছেন, বা যে বিষয়ে তারা অধ্যয়নরত আছেন।

আমন্ত্রণকারী সংস্থার ওয়েবমেইল থেকে স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবমেইলে (secretary@hsd.gov.bd, cc: admin1@hsd.gov.bd) আমন্ত্রণপত্রের অনুলিপি পাঠাতে হবে।

আমন্ত্রণকারী সংস্থা যেকোনো খরচ (ভিসা ফি, উভয় পথের বিমানভাড়া, আবাসন ইত্যাদি) বহন করবে, এমন একটি প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের আগে এবং পরবর্তী সময়ে একটি প্রতিবেদন স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-১) শাখায় দাখিল করতে হবে। তৃতীয় পক্ষের খরচ বহন করা হলে, সে ধরনের আবেদন সরাসরি বিবেচনা করা হবে না।

এছাড়া, বৈদেশিক প্রোগ্রামে যোগদানের এবং সমাপ্তির সময়ের ছবি দাখিল করতে হবে। প্রোগ্রামের জন্য প্রাপ্ত আমন্ত্রণপত্রের শর্ত যাচাই করে এবং সঠিক পাওয়া গেলে, তা নিশ্চিত করে প্রতিষ্ঠান বা দফতর প্রধান প্রত্যয়ন করবেন।

এই নীতিমালা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com