শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের বাইরেও ১০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। এই কার্যক্রম পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আগামী টিসিবি কার্যক্রমে গার্মেন্টস শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হবে।
সূত্র জানায়, ঢাকার নিকটবর্তী টঙ্গি, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া ও সাভারের শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। টিসিবির নিয়মিত কার্যক্রম থেকে এই পণ্য সরবরাহ করা হবে।
গার্মেন্টস শ্রমিকদের জন্য চিনি, ভোজ্য তেল ও মসুর ডাল সরবরাহের জন্য মাসিক ৩১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন চাল সরবরাহ করা হবে।
সরকার বর্তমানে টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে। এর পাশাপাশি ১০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারকেও এই সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী উপদেষ্টা পরিষদ কমিটিতে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। আলোচনার মাধ্যমে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
এই উদ্যোগের মাধ্যমে নিম্ন আয়ের জনগণ আরও সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।