শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
রাজধানীর মিরপুরে ঢাকা ডিগ্রি কলেজের ছাত্র ফয়জুল ইসলাম রাজন (১৮) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নির্ধারিত সময়ে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক এই নির্দেশ দেন।
গত ১৫ আগস্ট নিহত রাজনের ভাই মোহাম্মদ রাজিব ঢাকার মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালতে শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় যে, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া রাজনকে ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ের কাছে গুলি করে হত্যা করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সরাসরি এই সহিংসতার সাথে জড়িত বা সহায়তা করেছিলেন, যা রাজনের মৃত্যুর কারণ হয়েছে।
মামলার আসামিদের মধ্যে আছেন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান,ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী।
মামলার এফআইআর নথিভুক্ত করার পর আদালত মিরপুর থানার ওসিকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে ২২৫টি মামলা রয়েছে, যার মধ্যে ১৯৪টি হত্যা মামলা বলে জানা গেছে।