শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

ফের পতনে শেয়ারবাজার: ডিএসইতে কমেছে মূল্যসূচক

ফের পতনে শেয়ারবাজার: ডিএসইতে কমেছে মূল্যসূচক

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

এক কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে আবার দরপতন হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে গেছে, ফলে মূল্যসূচকও কমেছে। তবে, লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইতে বৃহস্পতিবারের লেনদেনে দাম কমার তালিকায় ছিল বেশিরভাগ শেয়ার। এর ফলে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৫,১৯২ পয়েন্টে নেমে গেছে। তবে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ মূল্যসূচক বেড়েছে। সিএসইতে দাম বাড়ার তালিকায় ছিল বেশিরভাগ শেয়ার, ফলে মূল্যসূচকও বেড়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তবে ১৯৬টি প্রতিষ্ঠানের দাম কমেছে। ৬৯টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে ১,১৬৬ পয়েন্টে পৌঁছেছে, আর ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১,৯১৬ পয়েন্টে নেমেছে।

ডিএসইতে দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ২২ কোটি ৫৯ লাখ টাকা বেশি। এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এনআরবি ব্যাংক, যার শেয়ারের লেনদেন হয়েছে ২৪ কোটি ২০ লাখ টাকার।

এছাড়া, সিএসই-তে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ৫ কোটি ৬০ লাখ টাকা ছিল, যা আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেশি।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিটি দিনেই দাম কমেছে বেশিরভাগ শেয়ারের, যার ফলে বাজার মূলধন কমে ১১ হাজার ৯৫৯ কোটি টাকা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com