শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

দুই সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৩৫ কোটি ৫৯ লাখ ডলার

দুই সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৩৫ কোটি ৫৯ লাখ ডলার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দুই সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের হালনাগাদ পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, নভেম্বরের মাঝামাঝি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়, যা ছিল এক হাজার ৮৪৩ কোটি ৭০ লাখ ডলার (১৮.৪৩ বিলিয়ন ডলার)। এরপর রিজার্ভ আবার বাড়তে শুরু করে।

সর্বশেষ ২৮ নভেম্বর, রিজার্ভ বেড়ে এক হাজার ৮৭৩ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৪৪৫ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলারে। তবে নিট রিজার্ভের পরিমাণ এখনো ১৪ বিলিয়ন ডলারের নিচে।

প্রতি দুই মাসে আকুর মাধ্যমে আমদানি বিল পরিশোধ করতে হয়। সাম্প্রতিক মাসগুলোতে বিলাসী পণ্য আমদানি নিয়ন্ত্রণ করায় আমদানি ব্যয় কমেছে, যা রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে আকু অঞ্চলের বিল বাবদ ১.৫০ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।

নভেম্বর-ডিসেম্বর মাসের আকু বিল জানুয়ারির মাঝামাঝি পরিশোধ করতে হবে, যার ফলে রিজার্ভে দেড় বিলিয়ন ডলারের মতো ঘাটতি দেখা দিতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের সীমা ছুঁতে পারে বলে আশা করা হচ্ছে।

রিজার্ভের এই ধারা ধরে রাখতে প্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ এবং রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com