শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ব্যবহারের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন দূরপাল্লার ‘এটিএসিএমএস’ হামলার প্রতিশোধ হিসেবে এই হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র হামলার জবাবে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক আক্রমণ চালায়। এর পরপরই পুতিন কিয়েভে আরও শক্তিশালী হামলার ইঙ্গিত দেন।
পাল্টা প্রতিক্রিয়া ইউক্রেনের
রাশিয়ার হুমকির জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “রাশিয়ার ব্লাকমেইলের কঠোর জবাব দেওয়া হবে।’’
‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ক্ষমতা
মার্কিন কর্মকর্তাদের মতে, রাশিয়ার কাছে বর্তমানে সীমিত সংখ্যক ওরেশনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, এবং এগুলো উৎপাদনে আরও সময় লাগবে। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো, এটি পূর্বের প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় দ্রুত এবং আরও শক্তিশালী। গত ২১ নভেম্বর নিপ্রো শহরে পরীক্ষামূলকভাবে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল রাশিয়া।
উত্তেজনার ক্রমবর্ধমানতা
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন নতুন প্রযুক্তি ও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে আরও জটিল আকার ধারণ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের পাল্টাপাল্টি আক্রমণ যুদ্ধের উত্তেজনা বহুগুণ বাড়াবে এবং বেসামরিক জনগণের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।