শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলেন আসিফ নজরুল

ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:

সম্প্রতি ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪.১ শতাংশ) মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বেশি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

জরিপের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলোর বিশ্লেষণেও দেখা গেছে, দুর্গাপূজার সময় বিভিন্ন ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশের জনগণ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের নির্মম হত্যাকাণ্ডের পরও দেশের মুসলিম সম্প্রদায় অসীম ধৈর্য এবং সংযম প্রদর্শন করেছে। এ ঘটনাগুলো বাংলাদেশের জনগণের পারস্পরিক সহনশীলতা ও সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যের প্রেক্ষাপটে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ভারতের উচিত ন্যায়সংগত দৃষ্টিতে দেখা এবং নিজেদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আত্মসমালোচনার দৃষ্টান্ত স্থাপন করা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com