সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা দুটি বই পড়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজ তার ফেসবুক পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন: “হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, গণতন্ত্র ধ্বংস, দুর্নীতি এবং লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের মাধ্যমে যারা দেশকে ধ্বংস করেছে, তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশটিকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিতে চায় না।” তিনি আরও উল্লেখ করেন: “প্রথমে ডিজিটাল জুডিশিয়াল ক্যুর চেষ্টা, এরপর আনসার বাহিনী, নূর হোসেন দিবসে ‘ট্রাম্প কার্ড’, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র—এমন নানা অপকর্মে লিপ্ত হয়ে তারা লাশের ওপর ক্ষমতায় ফিরতে চায়।”
সোহেল তাজ দুটি বই পড়ার অনুরোধ করেছেন: ১. আমার ফাঁসি চাই।২. অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী । উভয় বইয়ের লেখক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। সোহেল তাজ বলেন, এই বইগুলো দেশের ইতিহাস এবং ক্ষমতার অন্ধকার অধ্যায় বুঝতে সহায়ক হবে।
পোস্টের শেষ অংশে সোহেল তাজ আওয়ামী লীগের “নীতি-আদর্শ বিচ্যুত, দুর্নীতিগ্রস্ত” সমর্থকদের উদ্দেশে কড়া বার্তা দেন:”যারা নীতি-আদর্শ বিচ্যুত, লুটেরা, খুনি এবং গুম-নির্যাতনের সমর্থক, তারা আমার পেজ আনফলো করুন। নিজের বিবেককে জাগ্রত করে আত্মসমালোচনা করুন।”
সোহেল তাজের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহলে মতবিরোধ সৃষ্টি করেছে।