শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৯তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম এবং আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। এছাড়া শনিবার (৩০ নভেম্বর) সংগঠনটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভা শুরুতে গত এক বছরে প্রয়াত ১০ জন সদস্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভাপতির বক্তৃতা দেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। তিনি বলেন, “ডিআরইউ সাংবাদিকদের কল্যাণে অবিচল কাজ করে যাচ্ছে এবং এর ঐতিহ্য ও মর্যাদা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।”
ডিআরইউ’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, “আমাদের কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করেছে। সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ডিআরইউ’র কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। আমরা বিশ্বাস করি, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সফিকুল ইসলাম সামীম, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, নারী সম্পাদক মাহমুদা ডলি, দপ্তর সম্পাদক রফিক রাফি, এবং সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।
সাধারণ সভার আলোচনার পর শনিবার বার্ষিক নির্বাচনের আয়োজনের বিষয়ে সদস্যদের প্রস্তুতি নিশ্চিত করা হয়। ডিআরইউ’র বার্ষিক নির্বাচন সংগঠনের কার্যক্রমে নেতৃত্ব ও নতুন পরিকল্পনার দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।