শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক গোপন দাপ্তরিক চিঠিতে কলকাতা ডেপুটি হাইকমিশনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে কলকাতা হাইকমিশনে নতুন এ নির্দেশ কার্যকর হয়েছে। তবে দিল্লি ও আসাম মিশনের ক্ষেত্রে এই নির্দেশনা এখনও জারি হয়নি বলে জানা গেছে।

মিশন সূত্র জানিয়েছে, ঢাকা থেকে সরাসরি এই নির্দেশ পাঠানো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনার পর বাংলাদেশ সরকার সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে। ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়।

এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ক এবং যোগাযোগে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com