বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন গান ‘চাকা’ মোহনগঞ্জে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে: মাওলানা এনামুল হক নেত্রকোণায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২ মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু নেত্রকোণায় ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন, সভাপতি আনোয়ারুল-সম্পাদক রফিকুল দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নেত্রকোণায় পৌর বিএনপি নেতা মুঘল আজম ৯ দিনেও গ্রেপ্তার হয়নি
খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ করতে শুরু করেছে, যার ফলে ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এটি মোট বিতরণকৃত ঋণের ২০ দশমিক ২ শতাংশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ১৭ লাখ ৭৭ হাজার কোটি টাকা, যার মধ্যে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা খেলাপি ঋণ।

২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা বেড়ে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা হয়, যা মোট ঋণের প্রায় ১৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। সময়ের সঙ্গে এই পরিমাণ ক্রমশ বেড়েছে—২০১৪ সালে ৫১ হাজার ৩৭২ কোটি, ২০১৮ সালে ৯৩ হাজার ৯১১ কোটি, ২০২৩ সালের ডিসেম্বরে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি এবং ২০২৪ সালের জুনে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

ব্যাংক খাতের প্রধান সমস্যাগুলোর মধ্যে খেলাপি ঋণ অন্যতম। প্রতি তিন মাস অন্তর বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের তথ্য হালনাগাদ করে। ২০২৪ সালের ডিসেম্বর প্রান্তিকের হিসাব অনুযায়ী, খেলাপি ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য গুরুতর সংকেত।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com