বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
রোজারিও থেকে উঠে এসে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বিশ্বকাপসহ অসংখ্য শিরোপা জয়ের পাশাপাশি আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা এবার একেবারে ভিন্ন এক জগতে পা রাখতে যাচ্ছেন। নতুন এই যাত্রার শুরু বলিউডে। ফুটবলের পর এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মেসি।
মেসি তার নতুন প্রযোজনা সংস্থা ‘৫২৫ রোজারিও’ প্রতিষ্ঠা করেছেন, যেখানে নির্মিত হবে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র। এই সংস্থায় প্রথমেই ১.১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তিনি। অনেকদিনের পরিকল্পনার পর অবশেষে ‘৫২৫ রোজারিও’ আলোর মুখ দেখেছে। নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানটি টিভি অনুষ্ঠান, চলচ্চিত্র, লাইভ স্পোর্টস এবং কমিউনিটি প্রোগ্রাম নির্মাণে কাজ করবে।
মেসির প্রযোজনা প্রতিষ্ঠান ‘৫২৫ রোজারিও’ স্বনামধন্য স্মাগলার এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করবে। স্মাগলার এরই মধ্যে মেসির কাতার বিশ্বকাপ জয় নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে, যার নাম ‘মেসির বিশ্বকাপ: দ্য রাইজ অব আ লিজেন্ড’। এটি অ্যাপেল টিভি প্লাসে দেখা যাচ্ছে।
নিজের নতুন উদ্যোগ সম্পর্কে মেসি বলেন, “বিনোদন সব সময়ই আমার আগ্রহের জায়গা। আমি মাঠে থাকি বা অন্য কোথাও, বিনোদন খুঁজে নেওয়ার চেষ্টা করি। নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি ভালো মানের কনটেন্ট ও অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।”
মিয়ামি এবং মেসির জন্মস্থান রোজারিও থেকে পরিচালিত হবে এই প্রযোজনা প্রতিষ্ঠান। ফুটবলের মাঠে নিজের অসামান্য দক্ষতা ও মেধার প্রমাণ দেওয়ার পর মেসি এবার দেখাতে যাচ্ছেন, তিনি বিনোদনের জগতেও কতটা সফল হতে পারেন। ফুটবলের মতোই এখানে নিজের নাম অমর করে রাখতে পারবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।