শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

নেত্রকোণায় খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

নেত্রকোণায় খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

নিজস্ব প্রদিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন, খালিয়াজুরী থানার ওসি মকবুল তালুকদার।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে  গতকাল রাতে উপজেলার বোয়ালী এলাকায় অভিযান চালিয়ে সাদেকুর রহমানকে আটক করা হয়।

থানায় নাশকতা, বিস্ফোরক ও  বিশেষ ক্ষমতা আইনে দায়ের দুইটি মামলায় সাদেকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার নেত্রকোণা বিচারিক আদালতে সাদেকুরকে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

এর আগে  খালিয়াজুরী সদরের মঈনুল হাসান বিকন বাদী হয়ে ২০ সেপ্টেম্বর ও জিয়ানগরের আলী হাসান চৌধুরী বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর থানায় এই দুই মামলা দায়ের করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com