বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ইফতেখার উদ্দিন তালুকদারের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অভিযোগের মুখে থাকা
ময়মনসিংহের ফাহমী গোলন্দাজ বাবেলসহ আওয়ামী লীগের সাবেক ১০ জন সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
তদন্তের মুখে পড়তে যাওয়া বাকি এমপিরা হলেন, সাবেক হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সামশুল হক চৌধুরী, নীলফামারীর আফতাব উদ্দিন সরকার, রাজশাহীর ওমর ফারুক চৌধুরী, কুমিল্লার এম এ জাহের, নোয়াখালীর একরামুল করিম চৌধুরী, ফেনীর আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, রাঙামাটির দীপংকর তালুকদার ও সংরক্ষিত নারী আসনের হোসনে আরা।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্তের জন্যে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে ।
দুদক বলছে, দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে নেত্রকোণার কেন্দুয়া-আটপাড়া আসনের সাবেক এমপি ইফতেখার উদ্দিন তালুকদারের বিরুদ্ধে।
টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া ছাড়াও নানা ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে ময়মনসিংহ-১০ আসনের ফাহমী গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে ।
সাবেক হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে অপকর্মের যেসব অভিযোগ রয়েছে এর মধ্যে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, মাদক চোরাকারবারিদের কাছ থেকে কমিশন গ্রহণ, পল্লী বিদ্যুৎ সমিতির বিলের উপর অতিরিক্ত অর্থ আদায়।
রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে।
প্রায় একই ধরণের অভিযোগ রয়েছে, নোয়াখালী-৪ আসনের একরামুল করিম চৌধুরী ,ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী। তবে তার বিরুদ্ধে জমি দখল, দলীয় পদ নিয়ে ‘বাণিজ্যের’অভিযোগও আনা হয়েছে।
নীলফামারী-১ আসনের আফতার উদ্দিন সরকারের বিরুদ্ধে নানা অবিযোগের পাশাপাশি তার নিজের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ লোপাট, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে রাঙামাটির দীপংকর তালুকদারের বিরুদ্ধে ।
কুমিল্লা-৫ আসনের এম এ জাহেরের বিরুদ্ধে অন্য অভিযোগগুলো ছাড়াও গ্যাস চুরিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে আমেরিকায় বাড়ি করার অভিযোগ জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের হোসনে আরার বিরুদ্ধে।