বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর প্রয়াণ দিবসে স্মরণসভা

কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর প্রয়াণ দিবসে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

দেশবরেণ্য কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহচর উত্তর আকাশ পত্রিকার সম্পাদক, বাংলা একাডেমি ও  একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব খালেকদাদ চৌধুরী’র ৩৯ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নেত্রকোণা শহরের মোক্তারপাড়া গণগ্রন্থাগার হলরুমে এই স্মরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ নেত্রকোণা সাহিত্য সমাজ ও  জেলা প্রেসক্লাব আয়োজিত স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক ম. কিবরিয়া চৌধুরী হেলিম।

কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় লেখকের জীবনী নিয়ে প্রবন্ধ পাঠ, প্রবন্ধের উপর আলোচনা করা হয়।

বক্তারা নতুন প্রজন্মকে খালেকদাদ চৌধুরীর লেখা পড়ার আহ্বান জানান এবং লেখকের দুর্লভ বইগুলো পুনমুদ্রণ করার কথা বলেন।

স্মরণ সভায় সামাজিক, সাহিত্যিক, সাংস্কৃতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি লেখক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খালেকদাদ চৌধুরী একাধারে প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার ও ঔপন্যাসিক ছিলেন। এছাড়াও তিনি লোকসাহিত্যের সংগ্রাহক ও রাজনীতিবিদ ছিলেন।

মহান এ লেখক ১৯৪১ সালে কাজী নজরুল ইসলামের সান্নিধ্যে আসার সুযোগ পান। তিনি নজরুলের সাহিত্য আড্ডাগুলোতে নিয়মিত যোগ দিতেন। নজরুল সম্পাদিত দৈনিক নবযুগ এ তিনি সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি “আগুনের ফুলকি” নামে কিশোর পাতার পরিচালনা করতেন। মাসিক সওগাত, মাসিক মোহাম্মদী, মাহে নও, দিলরুবা, যুগবাণী, সচিত্র সন্ধানী, পাকিস্তান খবর, প্রতিধ্বনি প্রভৃতি সাহিত্যপত্রে তিনি নিয়মিত লিখে ছেন।

তিনি নেত্রকোণা থেকে প্রকাশিত পাক্ষিক ‘উত্তর আকাশ’ ও সাহিত্য সাময়িকী ‘সৃজনী’ সম্পাদনা ও নিয়মিত প্রকাশ করে তখনকার নবীন লেখকদের উৎসাহিত করেন।

বরেণ্য কবি নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, জীবন চৌধুরী, শান্তিময় বিশ্বাস, হেলাল হাফিজের মতো আরও অনেকেই তখন ‘উত্তর আকাশ’ ও ‘সৃজনী’ সাহিত্য পত্রিকায় লিখতেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com