শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

নেত্রকোণায় আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার দুই

নেত্রকোণায় আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনার মদনে আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় শাহীন মিয়া ও জসিম উদ্দিন নামের দুইজনকে গ্রেফতার করে রোববার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে চানগাওঁ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু বাদী হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছকে প্রধান আসামী করে সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার খান এখলাছসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর আসামীরা দলবদ্ধ হয়ে চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের মেহেদি হাসান মিন্টুর দোকানে হামলা চালায়। এ সময় দোকানে ভাংচুর করে মালপত্র লুটপাট করে নিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানিয়েছেন, মেহেদি হাসান মিন্টুর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলার দুই আসামী শাহীন মিয়া ও জসিম উদ্দিনকে গ্রেফতার করে রোববার নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com