বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনের বিহারী মন্দিরে এক অবাক করার ঘটনা ঘটেছে। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, দেবতার চরণামৃত ভেবে ভক্তরা এসির পানি পান করছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ভিডিওতে দেখা যায়, মন্দিরের দেয়ালে লাগানো হাতির মূর্তির গা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এই পানি চরণামৃত ভেবে অনেকেই হাত বা কাপে ভরে পান করছেন। এমনকি কেউ কেউ পানি মাথায়ও ছিটাচ্ছেন। পূজারিরা জানিয়েছেন, এটি আসলে এসির পানি, চরণামৃত নয়, কিন্তু তাতেও কেউ ভ্রুক্ষেপ করেনি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। কেউ লিখেছেন, “এদের শিক্ষার অভাব দূর করা উচিত। কুসংস্কারের কারণে এমন ভুল করছে।” লিভার স্বাস্থ্য সংক্রান্ত সংস্থা ‘দ্য লিভার ডক’ ভিডিওটি শেয়ার করে সতর্ক করে বলেছে, “এসির পানি পান করা ক্ষতিকর হতে পারে। এতে বিভিন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়া রয়েছে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।”
কিছু মানুষ এ ঘটনা নিয়ে মন্দির কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তাদের মতে, পূজারিরা সতর্কতামূলক নোটিশ দিলে এই ধরনের ভুল বোঝাবুঝি এড়ানো যেত।