বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে আপাতত রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে।

মঙ্গলবার, আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। পরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান জানান, রিসিভার নিয়োগ নিয়ে যে রুল জারি করা হয়েছিল, সেটি আগামী দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানির জন্য পাঠানো হয়েছে।

আগের একটি রিট আবেদনের শুনানি নিয়ে ৫ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তির দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দেন। সেই সঙ্গে গ্রুপটির সব সম্পত্তি সংযুক্ত করার নির্দেশও দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সালমান এফ রহমানের কাছ থেকে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ উদ্ধার করতে হবে এবং বিদেশ থেকে অর্থ ফেরাতে পদক্ষেপ নিতে হবে। এছাড়া, বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির ঋণের পরিমাণ এবং বর্তমান অবস্থা জানিয়ে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এরপর, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক চেম্বার জজ আদালতে আবেদনের শুনানি নিয়ে এটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com