বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ বৃহস্পতিবার, জানুন কীভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ বৃহস্পতিবার, জানুন কীভাবে

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশিত হবে। আবেদনকারী শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ফল জানতে পারবেন।

ফল জানার পদ্ধতি:
ঢাকা শিক্ষাবোর্ড জানিয়েছে, পুনঃনিরীক্ষণের ফল দুটি পদ্ধতিতে জানা যাবে – এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে। যেসব শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তাঁদের আবেদনকালে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে। পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।

গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে খাতা পুনর্মূল্যায়ন করা হয় না, বরং পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা, তা যাচাই করা হয়।

ফল প্রকাশ ও পরীক্ষার পটভূমি: গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়, যেখানে পাসের হার ছিল ৭৭.৭৮% এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন, তবে বিভিন্ন পরিস্থিতিতে স্থগিত হয়ে অবশেষে বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়। শুধুমাত্র অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বরের ভিত্তিতে এবং এসএসসি ফলের মাধ্যমে বিষয় ম্যাপিং করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে।

ক্রেডিট: অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com