বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপি নেতা নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী।
শনিবার (১৬ নভেম্বর ) বিকালে নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলীগাতি ইউনিয়ন বিএনপির আয়োজনে তেলীগাতি বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ হয়।
তিনি বলেন, ‘তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি। বিভিন্ন রকম টালবাহানা চলছে। কোনোরকম টালবাহানা সহ্য করা হবে না। এই সভা থেকে সরকারকে বলে দিতে চাই, সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
‘ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মূল দলের সবার বিরুদ্ধে সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা এই দেশের জনগণের দাবি। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে।
তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি এম.ডি আনোয়ার হোসেন সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক মো. রাহাত হোসেন। এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন,আটপাড়া উপজেলা বিএনপি আহবায়ক মাসুম চৌধুরী,সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক,সদস্য সচিব খসরু আহমেদ, মো: রফিকুল ইসলাম ।