বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
পৃথিবীর ধনীরা আজকাল দুবাইয়ে বাড়ি কিনছেন, এবং এই শহরটি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় জায়গায় পরিণত হয়েছে। দুবাইয়ে বাড়ি কেনার তালিকায় এবার যুক্ত হয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার।
সম্প্রতি তিনি দুবাইয়ের বুগাতি রেসিডেন্সে ৫ কোটি ৪৫ লাখ ডলারে একটি পেন্টহাউস (ভবনের ওপরের কক্ষ বা ফ্ল্যাট) কিনেছেন। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই পেন্টহাউসের দাম পড়েছে ৬৫৪ কোটি টাকা। বুগাতি রেসিডেন্স নামের ওই ভবনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এবং সুইমিং পুলসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। এছাড়া, অ্যাপার্টমেন্ট থেকে দুবাই শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। খবর দ্য ন্যাশনাল।
নেইমার ইউরোপের বড় লিগগুলোতে দীর্ঘ সময় খেলেছেন। স্পেনের বার্সেলোনা ও ফ্রান্সের পিএসজিতে খেলার পর ২০২৩ সালে তিনি সৌদি আরবের আল হিলাল ক্লাবে নাম লেখান। ক্লাবটির সঙ্গে তাঁর দুই বছরের চুক্তি হয়েছে।
দুবাইয়ে এই পেন্টহাউস কেনার খবর এসেছে এমন সময়, যখন শোনা যাচ্ছে নেইমার সান্তোস ক্লাবে ফিরে যাচ্ছেন। তবে, নেইমারের এজেন্ট এসবকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন।
বিলাসবহুল এই ভবনে ভূমধ্যসাগরের রিভিয়েরা অঞ্চলের আদলে তৈরি করা হয়েছে কৃত্রিম সৈকত; রয়েছে সুইমিং পুল, ফিটনেস ক্লাব এবং গাড়ি পার্কিংয়ের বিলাসবহুল ব্যবস্থা। এছাড়া, ব্যক্তিগত পরিবহন সেবা ও অন্যান্য বিভিন্ন সুবিধা কেবল ভবনের বাসিন্দাদের জন্যই থাকবে। ভবনটির নির্মাণকাজ এখনও শেষ হয়নি এবং এটি সম্পূর্ণ হতে আরও সাড়ে তিন বছর সময় লাগবে বলে জানা গেছে।
দুবাইয়ের আবাসন খাতে বিনিয়োগ প্রতিবছর বাড়ছে। সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগপ্রত্যাশী নীতির কারণে দুবাই এখন বিদেশিদের শহর হয়ে উঠেছে। শহরের মোট জনসংখ্যার মাত্র ৮ শতাংশই এখন আমিরাতি নাগরিক, এবং ৪৩ শতাংশ আবাসনই বর্তমানে বিদেশিদের মালিকানায় রয়েছে।