বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপির ব্যাংকিং খাত সংকট কাটাতে তিনটি ব্যাংককে ২৬৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে। সহায়তা পেয়েছে ডাচ-বাংলা, পূবালী এবং সিটি ব্যাংক। এই সহায়তা দেওয়ার জন্য গ্যারান্টার হিসেবে কাজ করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সংকট মোকাবিলা করতে সাতটি ব্যাংককে ৫ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছিল। ব্যাংকিং খাতের সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক এই সহায়তা প্রদানে গ্যারান্টার হিসেবে কাজ করেছে।
সংকটের মধ্যে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, “এখনও আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রত্যেক ব্যাংকের আমানতের দায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করছে এবং সেভাবে কাজ করছে। তবে, সব গ্রাহক একসঙ্গে টাকা তুলতে গেলে কোনো ব্যাংকই সে পরিমাণ টাকা দিতে পারবে না। আমরা আস্থা ফিরিয়ে আনতে চাই।”
তিনি আরও বলেন, “এ একটি টাস্কফোর্স ব্যাংকিং খাত সংস্কারে কাজ করছে, দ্বিতীয় টাস্কফোর্স বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে কাজ করছে এবং তৃতীয় টাস্কফোর্স দেশের বাইরে পাচার হওয়া টাকা ফেরত আনার কাজ করছে।”
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গত সোমবার ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক করেন। সভায় তিনি দুর্বল ব্যাংকগুলোর সহায়তা অব্যাহত রাখতে শক্তিশালী ব্যাংকগুলোকে অনুরোধ করেন।
গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নগদ সহায়তা দেওয়া বন্ধ থাকায় তাদের মধ্যে তারল্য সংকট সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে গভর্নর সবল ব্যাংকগুলো থেকে দুর্বল ব্যাংকগুলোকে নগদ সহায়তা দেওয়ার অনুমোদন দিলে সহায়তা প্রদান শুরু হয়।