বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
যেসব পুলিশ সদস্য আন্দোলনের পর নির্ধারিত সময়েও কাজে যোগ দেননি, তারা আইনত অপরাধী হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “তাদের শাস্তি দেওয়া হবে এবং আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যারা পলাতক, তাদেরও খুঁজে বের করা হবে।”
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “পরিস্থিতি মোটামুটি ভালো হলেও পুরোপুরি সন্তোষজনক নয়। আমরা পরিস্থিতি উন্নতির চেষ্টা করছি। এবারের পূজা শান্তিপূর্ণভাবে হয়েছে, যা একটি ইতিবাচক দিক। তবে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা প্রয়োজন।”
পুলিশের পক্ষ থেকে ভুয়া মামলা দায়েরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আগে পুলিশ ভুয়া মামলা করত, এখন কিছু ক্ষেত্রে জনগণ ভুয়া মামলা দিচ্ছে। আমরা নিশ্চিত করছি, যাতে কেউ হয়রানির শিকার না হয়। ভুয়া মামলার বিরুদ্ধে তদন্ত করে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
পুলিশের মনোবল বিষয়ে তিনি বলেন, “পুলিশের মনোবল আগের তুলনায় বেড়েছে। এটি দ্রুত পরিবর্তন করা সম্ভব নয়। সময় লাগবে। তবে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসছে।”
উসকানি ও অস্থিতিশীলতা নিয়ে তিনি বলেন, “কিছু মহল থেকে উসকানি দেওয়া হচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা অনুসন্ধান করে প্রকৃত তথ্য তুলে ধরুন।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এবং নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা ফেরানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের দৃঢ় পদক্ষেপ অব্যাহত থাকবে।