বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

লাউতারোর গোলে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

লাউতারোর গোলে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বুয়েন্স আয়ারসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫তম মিনিটে লিওনেল মেসির দেওয়া ক্রসে দুর্দান্ত ভলিতে গোলটি করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে আক্রমণাত্মক শুরু করেও আর্জেন্টিনা বারবার ব্যর্থ হয়েছে। ২২তম মিনিটে জুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির আগে মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা তাদের চাপ অব্যাহত রাখে। ৫৫তম মিনিটে মেসির ক্রসে লাউতারোর ভলিতে আসে জয়সূচক গোল। গোলের পরেও আর্জেন্টিনা আরও সুযোগ তৈরি করলেও পেরুর জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়।

এই গোলের মাধ্যমে লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ গোলদাতার তালিকায় প্রবেশ করেছেন। তার গোলসংখ্যা এখন ৩২, যা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সমান।

এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষে অবস্থান আরও শক্ত করল আর্জেন্টিনা। উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং মাত্র ৭ পয়েন্ট নিয়ে পেরু দশম স্থানে রয়েছে।

ম্যাচে আর্জেন্টিনা বলের ওপর নিয়ন্ত্রণ রাখলেও (৭০% দখল) ব্যাক পাস এবং ভুল পাসের মহড়া দেখিয়েছে। মেসি নিজেও সেরা ফর্মে ছিলেন না। তবে লাউতারোর গোল দলকে জয় এনে দেয়। পেরুর রক্ষণভাগের দৃঢ়তায় আর্জেন্টিনা বড় জয় থেকে বঞ্চিত হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com