শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টে আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। তিনি আরও বলেন, মানুষের অধিকার আদায়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে।
আজ (২৩ নভেম্বর) রাজধানীর মহাখালী ওয়ারলেস গেটে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার শিশু, কিশোর বা তরুণ কাউকে রেহাই দেয়নি। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়েছেন এবং আমরা মুগ্ধ আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারময়ান তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।”