শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী তৌহিদুল গ্রেফতার

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী তৌহিদুল গ্রেফতার

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২৮টি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে চান্দগাঁও থানা-পুলিশ তাকে গ্রেফতার করে। তৌহিদুল চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত।

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তৌহিদুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

চান্দগাঁও থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম বলেন, ১৮ জুলাই নগরের বহদ্দারহাট এলাকায় তৌহিদুল একটি শাটার গান দিয়ে ছাত্র-জনতার ওপর ২৮টি গুলি করেন। অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত হয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন শতাধিক। নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনেরা অন্তত ২৫টি মামলা করেছেন, যেখানে নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

এ পর্যন্ত এই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। তবে কোনো গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com