শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

লখনৌতে বস্তির শিশুদের ফ্যাশন শো মুগ্ধ করেছে ভারতসহ বিশ্বকে

লখনৌতে বস্তির শিশুদের ফ্যাশন শো মুগ্ধ করেছে ভারতসহ বিশ্বকে

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ভারতের লখনৌতে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের আয়োজিত এক ব্যতিক্রমী ফ্যাশন শো দেশ-বিদেশে সাড়া ফেলেছে। পুরনো ও ফেলে দেওয়া কাপড় দিয়ে তৈরি পোশাক পরে তারা একটি অনন্য ফ্যাশন শো আয়োজন করে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

বস্তির শিশু-কিশোরীরা পুরনো কাপড় দিয়ে সৃজনশীলভাবে তৈরি করে বিয়ের পোশাক। সব্যসাচী মুখার্জীর নকশা থেকে অনুপ্রাণিত হয়ে এই পোশাকগুলো তৈরি করা হয়। শ্যাওলা ধরা দেয়াল আর উঠানকে র‍্যাম্প বানিয়ে তারা ব্রাইডাল মডেলের মতো হেঁটে পুরো আয়োজনটি সম্পন্ন করে।

১৫ বছর বয়সী একজন বালক পুরো ফ্যাশন শোর ভিডিও ধারণ ও সম্পাদনা করে। ভিডিওটি ‘ইনোভেশন ফর চেঞ্জ’ নামে একটি এনজিওর পেজে শেয়ার করার পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি নামিদামি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জী নিজেও এটি শেয়ার করেন।

ভিডিওটি দেখার পর দেশ-বিদেশের মানুষ তাদের কল্পনা, সৃজনশীলতা এবং প্রতিভার প্রশংসা করেছেন। বিশ্বজুড়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি এবং সংস্থা তাদের এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন।

এই ফ্যাশন শো আয়োজনের পেছনে কাজ করেছে লখনৌর একটি এনজিও ‘ইনোভেশন ফর চেঞ্জ’। এই সংস্থা ৪০০-এর বেশি শিশু-কিশোরের জন্য খাদ্য, শিক্ষা, চিকিৎসা এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান করছে। ফ্যাশন শোটি তাদের উদ্যোগগুলোর একটি অংশ, যার মাধ্যমে তারা শিশুদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বাড়াতে কাজ করছে।

এই উদ্যোগ শুধু তাদের প্রতিভাকে তুলে ধরেনি, বরং সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে। এটি প্রমাণ করেছে যে সৃজনশীলতা ও উদ্যমের মাধ্যমে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com