শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

নতুন রাজনৈতিক দল নিয়ে সোহেল রানার সতর্কবার্তা

নতুন রাজনৈতিক দল নিয়ে সোহেল রানার সতর্কবার্তা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

চলতি বছরের অক্টোবরে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ সোহেল রানা। প্রাথমিকভাবে দলটির নাম রাখা হয় ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’ (বিআইপি)। তবে এরই মধ্যে তিনি ভক্তদের সতর্কবার্তা দিয়েছেন, উল্লেখ করেন তার নাম ব্যবহার করে এক ধরনের অপপ্রচার চলছে, যার সঙ্গে তিনি সংশ্লিষ্ট নন।

আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে সোহেল রানা বলেন, “আমাকে প্রধান অতিথি করে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আমি এই দাওয়াত গ্রহণ করিনি এবং এই পার্টির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন, সে কারণে সবাইকে জানিয়ে দিচ্ছি।”

উল্লেখ্য, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সোহেল রানা। ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে পড়াকালে ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। এরপর ১৯৬৫ সালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৮ সালে সমগ্র পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ঢাকাই সিনেমার এই অভিনেতা। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ভিপি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০২০ সালের অক্টোবরে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন তিনি।

সবশেষ, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী গণআন্দোলনে সোহেল রানা ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com