শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

নেত্রকোণায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

নেত্রকোণায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮টায় জেলা শহরের কুরপাড়স্থ জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান এবং সাংবাদিক দিলওয়ার খান।

এতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জেলা ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হক মিলনসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, সাংবাদিকরা দেশের উন্নয়ন ও সঠিক তথ্য প্রচারে নিরপেক্ষভাবে কাজ করবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com