বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

মেসি-সুয়ারেজের উপস্থিতিতেও জয়বঞ্চিত ইন্টার মায়ামি

মেসি-সুয়ারেজের উপস্থিতিতেও জয়বঞ্চিত ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
ইন্টার মায়ামি শনিবার (২১ সেপ্টেম্বর) ইয়াঙ্কি স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। মেসি এবং সুয়ারেজের মতো তারকাদের উপস্থিতিতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দলটি। তবে এই ড্রয়ের পরও ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে থাকলেও, গোলের সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল মায়ামি। নিউইয়র্ক সিটি ১৭টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, যেখানে মায়ামি ৬টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে পেরেছে। ম্যাচের পঞ্চম মিনিটেই মেসির নেওয়া ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, ফলে প্রথম দিকে গোল করার সুযোগ মিস করে মায়ামি।
প্রথমার্ধের ২৩তম মিনিটে সুয়ারেজের নেওয়া শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে, এবং গোলরক্ষক ফিরতি শট ঠেকিয়ে দিলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতির পরও ম্যাচে সমান তালে লড়াই চলতে থাকে। ৭৫তম মিনিটে মেসির পাস থেকে লিওনার্দো কাম্পানা মায়ামির হয়ে একমাত্র গোলটি করেন। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে নিউইয়র্ক সিটির জেমস স্যান্ডস ম্যাচে সমতা আনেন।
এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচ শেষে ১৯ জয় এবং ৭ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। অন্যদিকে, ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে সিনসিনাটি।
মেসি ও সুয়ারেজের উপস্থিতিতে জয়বঞ্চিত হলেও, দলটি শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে জয় ছিনিয়ে আনতে চাইবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com