বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

মোবাইল চুরি নিয়ে বিরোধ : সহপাঠীদের পিটুনিতে স্কুল ছাত্রের মৃত্যু

মোবাইল চুরি নিয়ে বিরোধ : সহপাঠীদের পিটুনিতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মোবাইল চুরির ঘটনা বিরোধে সহপাঠীদের পিটুনিতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত শাওন খান (১৫) উপজেলার তেলিখালী গ্রামের শাহিন খানের ছেলে এবং তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত ১ জুলাই শাওন স্কুলে একটি মোবাইল ফোন নিয়ে যায়, যা সহপাঠী ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের ছেলে শাহেদ চুরি করেছে বলে সন্দেহ করে। শাওন মোবাইল চুরির অভিযোগ শ্রেণি শিক্ষক আবুল হোসেনের কাছে জানালে, তদন্তের পর শিক্ষক শাহেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনার জেরে সহপাঠী শাহেদ ও তার সহযোগীদের সঙ্গে শাওনের বিরোধ হয়।
পরিবারের দাবি, ২৪ সেপ্টেম্বর শাহেদ ও তার সহযোগীরা শাওনকে আটকে মারধর করে, এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শাওনের মৃত্যু হয়।
শাওনের চাচা সাইদুল ইসলাম বলেন, “শাওনের মোবাইল চুরি নিয়ে প্রতিবাদ করায় সহপাঠী শাহেদ ও তার সহযোগীরা শাওনকে পিটিয়ে আহত করে, যার ফলে সে মারা যায়।”
শ্রেণি শিক্ষক আবুল হোসেন বলেন, “মোবাইল চুরির অভিযোগ তদন্ত করে শাহেদকে জরিমানা করা হয়েছিল, তবে পরে শাওনকে কে বা কারা মেরেছে তা আমার জানা নেই।”
ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জিয়াউল আহসান বলেন, “মরদেহ ঢাকায় ময়নাতদন্তের পর আজ (২৭ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়ায় আনা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com