রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

পৃথিবীর কক্ষপথে চাঁদের পাশে আসছে নতুন সঙ্গী, রবিবার রাতেই দেখা মিলবে ‘ছোট্ট বন্ধুর’

পৃথিবীর কক্ষপথে চাঁদের পাশে আসছে নতুন সঙ্গী, রবিবার রাতেই দেখা মিলবে ‘ছোট্ট বন্ধুর’

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। এবার সেই চাঁদের পাশাপাশি আরও একটি নতুন সঙ্গী পৃথিবীকে পরিক্রমণ করতে চলেছে। এই নয়া সঙ্গী ‘পিটি-৫ ২০২৪’ (PT-5 2024) রবিবার রাত থেকেই পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করবে। ইসরো (ISRO) দাবি করেছে, চাঁদের পর নতুন এই উপগ্রহ পেতে চলেছে পৃথিবী। তবে আয়তনে এটি অত্যন্ত ক্ষুদ্র—মাত্র ১০ মিটার, যা চাঁদের তুলনায় প্রায় তিন লক্ষ গুণ ছোট।

নতুন এই সঙ্গীটি পৃথিবীকে মাত্র ৫৩ দিন, অর্থাৎ দেড় মাসের মতো সঙ্গ দেবে। এরপর এটি মহাকাশের অন্ধকারে হারিয়ে যাবে। পিটি-৫ ২০২৪ খালি চোখে দেখা সম্ভব নয়, তবে বিশেষ টেলিস্কোপের সাহায্যে এটি দেখা যাবে।

ইসরোর মতে, এই ছোট্ট উপগ্রহটি আসলে একটি গ্রহাণু। এটি মূলত অর্জুন গোষ্ঠীর গ্রহাণু, যা মহাকাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর কক্ষপথে চলে এসেছে। মহাকাশ বিজ্ঞানী কার্লোস মার্কোস এবং রাউল মার্কোস গত অগস্টে গ্রহাণুটির সন্ধান পান। এর আগেও ২০১৩ ও ২০১৮ সালে পৃথিবীর কক্ষপথে এ ধরনের গ্রহাণু প্রবেশের নজির রয়েছে।

এবার চাঁদের পাশাপাশি এই ক্ষুদ্র উপগ্রহেরও উপস্থিতি যুক্ত হলো পৃথিবীর উপগ্রহের তালিকায়। যদিও এটি দীর্ঘস্থায়ী হবে না, তবুও কিছুদিনের জন্য পৃথিবী আর চাঁদের সঙ্গী হবে পিটি-৫ ২০২৪।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com