সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
শেরপুর সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:
শেরপুরে চলমান বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। টানা বৃষ্টির ফলে নদ-নদীর পানি বেড়ে গিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। রোববার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত বন্যায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সর্বশেষ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পানির স্রোতে ভেসে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৬)। তারা শুক্রবার দুপুরে পানির স্রোতে ভেসে নিখোঁজ হন।
এর আগে শুক্রবার নালিতাবাড়ীতে বন্যার কারণে আরও তিনজনের মৃত্যু হয়। ফলে গত দুই দিনে নালিতাবাড়ী উপজেলায় বন্যায় মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রানা জানান, বন্যাকবলিত মানুষদের জন্য ১২৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে ৫৮টি আশ্রয়কেন্দ্রে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলায় ১২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, এর মধ্যে পাঁচটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল জানান, পানিবন্দি মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জন্য বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। উপজেলাটির ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।