সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
রিকশাচালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ভিডিও ভাইরাল! ডিএমপির সাবেক ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের: স্বরাষ্ট্র উপদেষ্টা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ আরও ঊর্ধ্বমুখী ১০ জন সাংবাদিকসহ মোট ১১ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ:বিএফআইইউ ভারতে মসজিদের জায়গায় মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত ৩ মুসল্লি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু: গেল ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি আ.লীগ কর্মীকে গ্রেপ্তারের বিরুদ্ধে অবস্থান নিলেন রিজভী
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি ৭

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি ৭

শেরপুর সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:
শেরপুরে চলমান বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। টানা বৃষ্টির ফলে নদ-নদীর পানি বেড়ে গিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। রোববার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত বন্যায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সর্বশেষ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পানির স্রোতে ভেসে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৬)। তারা শুক্রবার দুপুরে পানির স্রোতে ভেসে নিখোঁজ হন।

এর আগে শুক্রবার নালিতাবাড়ীতে বন্যার কারণে আরও তিনজনের মৃত্যু হয়। ফলে গত দুই দিনে নালিতাবাড়ী উপজেলায় বন্যায় মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রানা জানান, বন্যাকবলিত মানুষদের জন্য ১২৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে ৫৮টি আশ্রয়কেন্দ্রে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলায় ১২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, এর মধ্যে পাঁচটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল জানান, পানিবন্দি মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জন্য বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। উপজেলাটির ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com