বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

দুর্গাপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু

দুর্গাপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনার দুর্গাপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে হাজেরা খাতুন (৬০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, হাজেরা খাতুনের প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় স্বামীও পরে মারা যান। হাজেরা খাতুনের প্রথম স্বামীর ছেলে জজ মিয়া (৪০) এবং দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। হাজেরা খাতুন বড় ছেলে জজ মিয়ার ঘরেই থাকতেন। ছোট ছেলে সুমনের স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়ি চলে যাওয়ায় মা হাজেরা তাকে রান্না করে খাওয়াতেন।

শনিবার সকালে রান্না নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। মা হাজেরা খাতুন ঝগড়া থামাতে গেলে হঠাৎ মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য সখিনা খাতুন বলেন, “দুই ছেলে রান্না নিয়ে ঝগড়া করছিল। মা হাজেরা তাদের থামিয়ে আলাদা করে দিলে তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে পড়ে যান এবং মৃত্যুবরণ করেন।”

এ বিষয়ে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী বলেন, “হাজেরা খাতুনের মৃত্যুতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com