বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

আজ থেকে মোহাম্মদপুরে সব হাউজিংয়ে বসছে সেনা ক্যাম্প

আজ থেকে মোহাম্মদপুরে সব হাউজিংয়ে বসছে সেনা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই এবং ডাকাতি রোধে আজ রোববার থেকে প্রতিটি হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প বসাবে সেনাবাহিনী। এই ক্যাম্পগুলো থেকে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন সেনাসদস্যরা।

শনিবার রাতে বছিলায় সেনাবাহিনীর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ এ তথ্য জানান। এর আগে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মেজর নাজিম আহমেদ বলেন, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হাউজিং এলাকাগুলোর মধ্যে দু-তিনটি হাউজিং নিয়ে একেকটি ক্যাম্প স্থাপন করা হবে। শনিবার ২৩ ইস্ট বেঙ্গল বাহিনী অভিযান চালিয়ে একটি দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় দুইজনসহ মোট ৪৫ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে। অভিযানে বিভিন্ন দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর এলাকায় ২৭-২৮টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে উল্লেখ করে মেজর নাজিম বলেন, এসব গ্যাংয়ের প্রায় ৩০-৪০ শতাংশ সদস্য জেনেভা ক্যাম্প এলাকার। এদের মধ্যে ১৫-১৬ জন গডফাদারকে আটক করা হয়েছে, যারা চাঁদাবাজি ও ডাকাতিতে লিপ্ত ছিলেন। এ অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সঙ্গে র‌্যাব ও পুলিশের সদস্যরাও ছিলেন এবং গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com