বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

অক্টোবরের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৪ কোটি ডলার

অক্টোবরের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৪ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। প্রতিদিন গড়ে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসছে, যা মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ডলার, একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ডলার।

২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসভিত্তিক রেমিট্যান্সের তুলনায় অক্টোবরের প্রথম ২৬ দিনের রেমিট্যান্স পরিমাণ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার এবং মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। জুনে এ পরিমাণ ছিল ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, যা এ বছরের সর্বোচ্চ।

২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২,৩৯২ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ, যেখানে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল ২০২০-২১ অর্থবছরে ২,৪৭৭ কোটি মার্কিন ডলার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com