বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

শিশুদের স্বাস্থ্য পরামর্শে চিকিৎসকের চেয়ে AI-এর প্রতি বেশি আস্থা রাখছেন অভিভাবকরা

শিশুদের স্বাস্থ্য পরামর্শে চিকিৎসকের চেয়ে AI-এর প্রতি বেশি আস্থা রাখছেন অভিভাবকরা

ছবি : ফক্স নিউজ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

শিশুদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ নিতে অনেক অভিভাবক এখন চিকিৎসকদের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্ল্যাটফর্মের উপর বেশি আস্থা রাখছেন। University of Kansas-এর Life Span Institute-এর এক গবেষণায় দেখা গেছে, অভিভাবকরা ChatGPT-এর মতো AI টুলগুলোকে “বিশ্বাসযোগ্য, নৈতিক এবং নির্ভরযোগ্য” হিসেবে মূল্যায়ন করছেন এবং সঠিক ও তথ্যসমৃদ্ধ বলে মনে করছেন।

ফক্স নিউজ এর প্রতিবেদন থেকে জানা যায়,  গবেষণায় শতাধিক অভিভাবককে মানুষের চিকিৎসক ও AI থেকে প্রাপ্ত তথ্যের সঠিকতা ও বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করতে বলা হয়। এর মধ্যে ChatGPT-এর তথ্যকে অনেক অভিভাবক সঠিক এবং নির্ভরযোগ্য বলে মনে করেছেন, যা তাদের AI-এর সাহায্যে ওষুধ, ঘুম এবং খাদ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে উৎসাহী করছে।

তবে গবেষণার প্রধান লেখক ক্যালিসা লেসলি-মিলার অভিভাবকদের সতর্ক করেছেন, AI এখনও সবসময় সঠিক নয় এবং বিশেষজ্ঞ পর্যালোচনা ছাড়া ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে। Texas-এর AI বিশেষজ্ঞ ড. হার্ভি ক্যাস্ট্রো বলেন, AI প্রাথমিক তথ্য দিতে পারে, তবে চিকিৎসকের পরামর্শই সর্বোচ্চ নিরাপদ, কারণ একজন বিশেষজ্ঞ শিশুদের চিকিৎসা ইতিহাস ও সূক্ষ্ম লক্ষণগুলো আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন।

অভিভাবকদের জন্য পরামর্শ হলো, AI-এর পরামর্শকে প্রাথমিক সহায়ক হিসেবে ব্যবহার করে চিকিৎসকের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com