বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, আগুন

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, আগুন

অনলাইন ডেস্ক,নেত্রকোণার আলো ডটকম:
খুলনায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত জাপার মহানগর ও জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, আজ বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে সমাবেশ করে ছাত্র-জনতা। এরপর সন্ধ্যা ৬টার দিকে তারা মিছিল নিয়ে শহিদ হাদিস পার্কের দিকে যাওয়ার পথে ডাকবাংলো মোড়ে জাপা কার্যালয়ের সামনে এসে তারা উত্তেজিত হয়ে পড়েন। মিছিল থেকে কয়েকজন জাপা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে।

পরবর্তী সময়ে তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার এবং টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। কার্যালয় থেকে বিভিন্ন জিনিসপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা জাপার বিভিন্ন নেতার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে পার্টি অফিসের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনীর উল গিয়াস বলেন, ৫০-৬০ জন যুবক মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসে ঢুকে কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এখন পুলিশ মোতায়েন রয়েছে। কার্যালয়ের ভেতর থেকে দুটি প্লাস্টিকের চেয়ার বাইরে অগ্নিসংযোগ করে।

তিনি বলেন, যারা আক্রমণ করেছে, তাদের পরিচয় এখনো জানা যায়নি। প্রয়োজন হলে রবিবারও পুলিশ মোতায়েন থাকবে। জাতীয় পার্টির নেতারা অভিযোগ দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, মাগরিবের নামাজের সময় পার্টি অফিসে কেউ ছিল না। তখন ৫০-৬০ জনের একদল ছাত্র-যুবক তাদের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা পার্টি কার্যালয়ে ঢুকে সাইনবোর্ড, চেয়ার-টেবিল, ফ্যান, টিভি ভাঙচুর করে। তারা কয়েকটি ফাইল ও কাগজপত্র নিয়ে যায়। এ ছাড়া তারা কয়েকটি চেয়ার, ব্যানার-প্লাকার্ড নিয়ে পার্টি অফিসের সামনের রাস্তায় আগুনে পুড়িয়ে দেয়।

তিনে বলেন, এ ঘটনায় তারা মামলা করবেন। এ ছাড়া রবিববার সন্ধ্যায় পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছেন বলেও জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com