বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের আরাকান আর্মির হাতে ২০ জেলে অপহৃত

টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের আরাকান আর্মির হাতে ২০ জেলে অপহৃত

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের হাতে ২০ জেলে অপহৃত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে এই জেলেদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম।

আবদুস সালাম জানান, অপহৃতদের মধ্যে কয়েকজন ইঞ্জিনচালিত নৌকায় এবং বাকিরা ইঞ্জিনবিহীন ডিঙ্গি নৌকায় ছিলেন। সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহাপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা। তবে অপহৃত সকলের নাম এখনো নিশ্চিত করা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী ও টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com