বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

যে মামলায় গ্রেফতার হলেন শমী কায়সার

যে মামলায় গ্রেফতার হলেন শমী কায়সার

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

নামকরা অভিনেত্রী ও প্রযোজক শমী কায়সারকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে উত্তরা ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

শমী কায়সার নব্বই দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন এবং পরবর্তীতে প্রযোজক হিসেবেও কাজ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিএনপির কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টা মামলায়। এ মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি ৯ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগী নিজেই দায়ের করেছিলেন। এছাড়াও, শমী কায়সার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার বিভিন্ন মন্তব্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করার কারণে বিতর্কিত হয়েছিলেন। তার বিরুদ্ধে এই কারণে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

শমী কায়সার ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা শহীদুল্লাহ কায়সার ও মা পান্না কায়সার। তার মা ছিলেন একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। রাজনীতিবিদ মাহি বি চৌধুরী শমী কায়সারের খালাতো ভাই।

এছাড়া, ২০২৩ সালের আগস্টে শমী কায়সার দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com