বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ৪৬৬ জন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ৪৬৬ জন

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩৪২ জনে পৌঁছেছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com