বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

নিখোঁজ শিশু মুনতাহার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদে দুই নারী

নিখোঁজ শিশু মুনতাহার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদে দুই নারী

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর ৫ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোর ৪টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়, গলায় রশি পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্নসহ। কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আওয়াল জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রতিবেশী দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মুনতাহার বাবা শামীম আহমদ শুরু থেকেই দাবি করে আসছিলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। নিখোঁজের পরপরই কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। স্থানীয় ও প্রবাসী অনেকেই মুনতাহার সন্ধানে এবং ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

গত ৩ নভেম্বর সকালে মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে মুনতাহা অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। বিকেল থেকে নিখোঁজ হয়ে গেলে পরিবার তার খোঁজ শুরু করে।

উল্লেখ্য, এর আগে চট্টগ্রামে শিশু আয়াতের হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। আয়াতকে অপহরণের পর হত্যা করে লাশ টুকরো করে ফেলে রাখা হয়েছিল। দুই শিশুর এমন মর্মান্তিক ঘটনায় আবারও শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে ভাবাচ্ছে সবাইকে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com