বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সম্প্রতি ভাইরাল হওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৯ নভেম্বর) রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন।
তাদের কাছ থেকে উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনাকে দলীয় নেতাকর্মীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও মার্কিন পতাকা ব্যবহার করে মিছিল ও সমাবেশ আয়োজনের নির্দেশ দিতে শোনা যায়। এমন ঘটনা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের পর গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তার বেশ কয়েকটি ফোনালাপ ফাঁস হয়েছে, যেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয়ে কথা বলতে এবং হুমকি দিতে শোনা যায়। গত ৮ নভেম্বর একটি নতুন অডিও কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল বের করার পরামর্শ দিতে শোনা যায়।
এই ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।